মুম্বই টেস্টের পুনরাবৃত্তি? কেমন যেন একই ছবির কপি মনে হচ্ছে না? ইংল্যান্ডের সঙ্গে পঞ্চম তথা শেষ টেস্টে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে বসে ক্রিকেট বিশেষজ্ঞ থেকে সাধারণ দর্শক অনেকের মুখেই এই প্রশ্ন শোনা গেল। যাবে নাই বা কেন! মুম্বই টেস্টেও টস জিতে ব্যাট করতে নেমেছিল ইংল্যান্ড। এখানেও তাই। মুম্বইতেও প্রথম দিনে দুরন্ত ব্যাটিং দেখিয়েছিল ইংল্যান্ড। এখানেও তাই। ওখানে খেলেছিলেন জেনিংস। এদিন চেন্নাইতে খেলে দিলেন মইন আলি আর জে রুট। মইন সেঞ্চুরি হাঁকিয়ে এখনও পিচে। রুট সেঞ্চুরির সম্ভাবনা উজ্জ্বল করেও ৮৮ রানে জাদেজার কাছে পরাস্ত হলেন। প্রথম দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৪ উইকেট হারিয়ে ২৮৪ রান। প্রায় মুম্বইয়ের মতই। মুম্বইতে প্রথম দিনে ভেল্কি দেখালেও বাকি ৪ দিন ভারতের পাল্টা দাপটে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। চেন্নাইতে আপাত গুরুত্বহীন ম্যাচে সেই একই ঘটনা ঘটে কিনা তা দেখার জন্য অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত।