Sports

১৯৯ করে আউট রাহুল, ভাল অবস্থায় ভারত

কপাল খারাপ ছাড়া একে আর কিই বা বলা যেতে পারে! ক্রিকেট ইতিহাসে এমন ব্যাডলাকের উদাহরণ নতুন নয়। সেই উদাহরণে যুক্ত হল আর এক নাম কে এল রাহুল। ভারতের সেই ওপেনার যাঁর কাঁধে ভর করে বিরাটের দল পঞ্চম টেস্টে ইংল্যান্ডের দুরন্ত ব্যাটিংয়ের জবাবে কঠিন পাঁচিল হয়ে দাঁড়িয়ে পড়ল। তৃতীয় দিনের শেষে ভারতের জন্য এই ইমারত গড়ে দিলেন কে এল রাহুলই। ১৯৯ রান করে রশিদের বলে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। দারুণ ফর্ম দেখালেন পার্থিব প্যাটেলও। ভারতের স্কোরে মূল্যবান ৭১ রান যোগ করেন তিনি। তবে এদিন কোহলি-পূজারা হতাশ করেছেন। যথাক্রমে ১৫ ও ১৬ রান করে ফিরতে হয় তাঁদের। চেন্নাইয়ে পঞ্চম টেস্টে তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেট হারিয়ে ৩৯১ রান। ৬ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে এখনও পর্যন্ত ৮৬ রানে পিছিয়ে আছে ভারত। ৭১ রান করে ক্রিজে রয়েছেন করণ নায়ার। সঙ্গে সঙ্গে ১৭ রান করে মুরলী বিজয়।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button