একদিনের ম্যাচ ও টি-২০-তে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই থেকে সরতে হয়েছে অনুরাগ ঠাকুরদের। এই অবস্থায় বিসিসিআই প্রশাসনে এখন বেশ টালমাটাল পরিস্থিতি। এই ২ উল্লেখযোগ্য ঘটনার পর এদিন টি-২০ ও ওয়ান ডে-র জন্য দল ঘোষণা করল জাতীয় নির্বাচক কমিটি। কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ লোঢা কমিটির তরফে এদিন দল ঘোষণা করেন। ধোনি সরে দাঁড়ানোর পর খুব স্বাভাবিক নিয়মেই টি-২০ ও ওয়ান ডে ক্রিকেট ফরম্যাটেও বিরাট কোহলিকেই অধিনায়কত্বের ভার অর্পণ করা হয়েছে। এর আগে ২০১৪ সালে ধোনি টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার পর থেকে সেই দায়িত্ব সামলে আসছেন বিরাট।
এবার বাকি ২টি ফরম্যাটেও তিনিই অধিনায়ক। অর্থাৎ ক্রিকেটের ৩টি ফরম্যাটেই ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট। চোট সারিয়ে একদিনের দলে অজিঙ্কা রাহানে ফিরতে পারলেও ফিরতে পারলেন না রোহিত শর্মা। গত অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার সময় চোট পাওয়ার পর এখনও তাতে কাবু রোহিত। ফের একদিনের দলে ফেরানো হয়েছে যুবরাজ সিংকে। দলে নতুন মুখ হিসাবে জায়গা পেয়েছেন তরুণ প্রতিভা ঋষভ পন্থ। উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ ভারতের ১৯ অনূর্ধ্ব দলের সদস্য। গতবছরের রনজিতে তাঁর ব্যাটিং তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট মহলকে। সেই সুবাদেই টি-২০ দলে জায়গা হয়েছে ঋষভের। তবে দলে জায়গা হয়নি ঋদ্ধিমান সাহার।
২টি দল কেমন হল একবার দেখে নেওয়া যাক :
টি-২০ : বিরাট কোহলি (অধিনায়ক), এম এস ধোনি (উইকেটরক্ষক), কে এল রাহুল, মনদীপ সিং, সুরেশ রায়না, অশ্বিন, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দর জাদেজা, যুজবেন্দ্র চাহল, ঋষভ পন্থ, যশপ্রীত বুমরা, ভুবনেশ্বর কুমার, আশিস নেহরা এবং মণীশ পাণ্ডে
ওয়ান ডে : বিরাট কোহলি (অধিনায়ক), এম এস ধোনি (উইকেটরক্ষক), কে এল রাহুল, শিখর ধাওয়ান, অজিঙ্কা রাহানে, যুবরাজ সিং, হার্দিক পাণ্ডিয়া, অশ্বিন, রবীন্দর জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, যশপ্রীত বুমরা এবং অমিত মিশ্র