
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে ভারত। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক বিরাট কোহলি। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে এদিন ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার কে এল রাহুলের উইকেট খুইয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু সেই চাপ দীর্ঘস্থায়ী হয়নি। মুরলী বিজয় ও পূজারার দাপুটে ব্যাটিংয়ে ভারতের স্কোর বোর্ডে রানের চাকা ক্রমশ গতি পেতে থাকে। তবে দুর্ভাগ্য পূজারার। ৮৩ রানের মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। তবে পূজারা না পারলেও মুরলীর ব্যাট থেকে এদিন শতরান এসেছে। পূজারা আউট হওয়ার পর বিরাটের সঙ্গে জুটি বেধে শতরানের গণ্ডি পার করেন মুরলী। ব্যক্তিগত ১০৮ রানের মাথায় তিনিও আউট হয়ে গেলে বিরাটের সঙ্গে ব্যাট করতে নামেন রাহানে। মুরলীর পর এদিন ভারতরে হয়ে দ্বিতীয় সেঞ্চুরিটা পান অধিনায়ক বিরাট কোহলি। দিনের শেষে ১১১ রান করে ক্রিজে রয়েছেন বিরাট। সঙ্গে ৪৫ রান করে রয়েছেন রাহানে। প্রথম দিনের খেলার শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ৩৫৬ রান।