Sports

ব্র্যাডম্যান, দ্রাবিড়কে টপকালেন বিরাট

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান আর রাহুল দ্রাবিড়, দুজনকেই টপকে গেলেন বিরাট কোহলি। টানা তিনটি টেস্ট সিরিজে দ্বিশতরানের রেকর্ড এর আগে ছিল ডন ব্র্যাডম্যান ও রাহুল দ্রাবিড়ের ঝুলিতে। সেই রেকর্ড ভেঙে বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসাবে পরপর চার টেস্ট সিরিজে চারটি দ্বিশতরান করার রেকর্ড এদিন গড়লেন বিরাট। বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ২০৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন ভারত অধিনায়ক। এদিকে প্রথম দিনে শতরানের কাছে পৌঁছেও তা অধরা রেখে আউট হয়েছিলেন পূজারা। এদিন সেই একই ঘটনা ঘটল রাহানের ক্ষেত্রেও। ৮২ রানে আউট হয়ে যান তিনি। রাহানে না পারলেও পেরেছেন বাংলার ঋদ্ধিমান সাহা। ভারত যখন ৬৮৭ রানে ডিক্লেয়ার দেয় তখনও ১০৬ রান করে ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান। রানের পাহাড় তৈরি করে দিনের শেষে বাংলাদেশকে ব্যাট করতে পাঠানো এদিন কাজে লেগেছে। বাংলাদেশের হয়ে ওপেন করতে নেমে সৌম্য সরকার ব্যক্তিগত ১৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৪১ রান।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button