পাহাড় প্রমাণ রানের টার্গেট। উল্টোদিক থেকে বিষাক্ত ভারতীয় বোলিং আক্রমণ। তারওপর ভারতেরই ঘরের মাঠ। এই অবস্থায় সব চাপ সামলে হায়দরাবাদ টেস্টে বাংলাদেশ আজ যে লড়াই দিল তা যথেষ্ট না হলেও মন্দ নয়। গত শুক্রবার গিয়েছিল ১ উইকেট। এই অবস্থায় এদিন সকালে ব্যাট করতে নেমেও বড় একটা সুবিধা করে উঠতে পারেননি বাংলাদেশের শুরুর ব্যাটসম্যানেরা। বরং পরপর উইকেট হারিয়ে চাপেই পড়ে যায় প্রতিবেশি দেশের ক্রিকেটাররা। কিন্তু সেখান থেকে দলকে কিছুটা অক্সিজেনের ব্যবস্থা করে দেন সাকিব আল হাসান আর বাংলাদেশের অধিনায়ক মুসফিকুর রহিম। এরমধ্যে সাকিব ৮২ রানে প্যাভিলিয়নে ফিরলেও মুসফিকুর এখনও ৮১ রানে ক্রিজে। সঙ্গে ৫১ রান করে ক্রিজে রয়েছেন মেহেদি হাসান মির্জা। দিনের শেষে বাংলাদেশের স্কোর ৬ উইকেট হারিয়ে ৩২২ রান। ফলো অন বাঁচাতে তাদের ৪৮৭ রান করতেই হবে। এই দুই ব্যাটসম্যান যতক্ষণ মাঠে আছেন ততক্ষণ বাংলাদেশের সেই আশা থেকে যাচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।