
ভারতীয় ক্রিকেট বোর্ডের ১ স্পন্সরের সঙ্গে যুক্ত ১ ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল জিম্বাবোয়ের রাজধানী হারারেতে। অভিযুক্তকে গ্রেফতার করেছে জিম্বাবোয়ে পুলিশ। তবে ওই ব্যক্তির নাম তারা প্রকাশ্যে আনেনি। ভারতীয় ক্রিকেট দল এখন জিম্বাবোয়ে সফরে রয়েছে। সেখানে ক্রিকেটাররা ছাড়াও স্পন্সরদের প্রতিনিধিরা রয়েছেন। রয়েছেন ক্রিকেট কর্তারা। অভিযোগ গত শনিবার মত্ত অবস্থায় বোর্ডের ১ স্পন্সরের প্রতিনিধি জিম্বাবোয়ের ১ তরুণীকে ধর্ষণ করে। অভিযোগ সামনে আসার পরই তাকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। এদিকে ওই ব্যক্তির নাম সামনে আনতে চায়নি বিসিসিআই-ও। বিষয়টির ওপর নজর রাখছে ভারতীয় বিদেশ মন্ত্রক। এদিকে এই ঘটনায় ভারতীয় ক্রিকেট দলের ওপর বিরূপ প্রভাব পড়েছে।