প্রথম টেস্টে ভেল্কি দেখিয়েছিলেন ২ বাঁহাতি অজি স্পিনার। আনামী নতুন মুখের ঘূর্ণি চুরমার করে দিয়েছিল বিরাটের ব্যাটিং লাইনআপকে। ঘরের মাটিতে লজ্জার হার হারতে হয়েছিল ভারতকে। পুনেতে সেই জঘন্য হারের পর চিন্নাস্বামীতে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। কিন্তু খেলার প্রথম দিনেই বোঝা গেল বিরাটের সে স্বপ্ন বাস্তব হতে দেবে না অস্ট্রেলিয়া। নিঃশব্দে কতটা হোমওয়ার্ক করে তারা ভারতের মাটিতে পা রেখেছে তার ছাপ দ্বিতীয় টেস্টেও স্পষ্ট। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট। বল করতে নেমে এদিনও ভারতের ওপেনার মুকুন্দকে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরিয়ে শুরুটা করেছিলেন প্রথম টেস্টের ত্রাস মিচেল স্টার্ক। অনেকেই ভাবতে শুরু করেছিলেন স্টার্ক কী ফের বিধ্বংসী হয়ে উঠবেন? কিন্তু তখনও খেলা অনেক বাকি ছিল। লিয়ঁর অফ স্পিন পিচে পড়তেই ভারতীয় ব্যাটসম্যানেরা পিচ হাতড়াতে শুরু করে। বলের টার্ন বুঝে ওঠার আগেই ফের শুরু হয় প্যাভিলিয়নমুখী প্যারেড। একা লিয়ঁই ৮ উইকেট তুলে নেন। তাঁকে মাঠে মূর্তিমান যমের মতই দেখছিলেন ভারতীয় নামজাদা ব্যাটসম্যানেরা। তাও আবার নিজেদের ঘরের মাঠে। নিজেদের পিচে। ভারতে টেস্ট সিরিজ খেলতে আসা কোনও দলের স্পিনারের এক ইনিংসে ভারতের ৮ উইকেট তুলে নেওয়া এক নয়া ইতিহাস তৈরি করল। এদিন মাত্র ১৮৯ রান করেই গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। যার মধ্যে এক্সট্রার অবদান ১৬ রান। এদিন ভারতের যে সামান্য রানটুকু মুখ বাঁচিয়েছে তা এসেছে কে এল রাহুলের হাত ধরে। রাহুলের ৯০ রানের দুরন্ত ইনিংস না হলে ভারত ১০০ রানের মধ্যেই বান্ডিল হয়ে যেতে পারত। জবাবে ব্যাট করতে নেমে অজিদের স্কোর দিনের শেষে কোনও উইকেট না হারিয়ে ৪০।