সবে গত দিনের বদলা নেওয়ার আবহ তৈরি করে ভারতীয়দের জ্বালা জুড়নোর পরিস্থিতি তৈরি করেছিলেন বিরাটের ছেলেরা। ঠিক সেখানেই ছন্দপতন। ৫টি উইকেট দারুণ খেলে ১৬৩ রানের মাথায় তুলে নিয়ে কোণঠাসা ভারতীয় দল ঘুরে দাঁড়াচ্ছিল। তখনই চা পানের বিরতি। তারপর সেই যে তৃতীয় স্পেলে অজি ব্যাটসম্যানেরা খেলতে নামলেন, সেখান থেকে দিনের মত খেলা সমাপ্তি ঘোষণার আগে পর্যন্ত অনেক চেষ্টা মাত্র ১টি উইকেটই তুলে নিতে সক্ষম হয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু অস্ট্রেলিয়ার স্কোর ততক্ষণে পৌঁছে গেছে ২৩৭ রানে। রেনশ্-র ৬০ রান ও মার্সের ৬৬ রানের অনবদ্য ইনিংস এদিন অজিদের অনেকটাই অক্সিজেন দিয়েছে। চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম দিন প্রথমে ব্যাট করতে নেমে লিয়ঁর দাপটে ১৮৯ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। পরে ব্যাট করতে নেমে ভাল শুরুও করেছিল অজিরা। কিন্তু মাঝে পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় তারা। যদিও সেই চাপ দিনের শেষে কাটিয়ে উঠে আপাতত ৪৮ রানে লিড করছে তারা। হাতে এখনও ৪ উইকেট। ফলে এই টেস্টেও ভারতের জন্য কোনও সুবিধের বার্তা দিতে পারছেননা কেউই। এক যদি না ভাগ্য কোনও ভেল্কি দেখায়!