প্রথম টেস্টে লজ্জার হারে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি ভারত। কিন্তু চিন্নাস্বামীতে শুরুতে ঝটকা খেয়েও সামলে নিতে পারলেন বিরাটের ছেলেরা। তৃতীয় দিনের শুরুতে অস্ট্রেলিয়ার ওয়েড আর স্টার্ক মিলে ভাল লড়াই দিলেও ২৬৯ থেকে ২৭৬ রান করতেই তাদের ৪ উইকেট পড়ে যায়। শেষ হয় প্রথম ইনিংস। অজিরা লিড পায় ৮৭ রানের। এই সময়ে ভারতকে কিছুটা নড়বড়ে লাগলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ওপেনার কে এল রাহুল ফের ভাল খেলার ছাপ রেখে যান। করেন ৫১ রান। মুকুন্দ, কোহলি, জাদেজা ভাল ব্যাট করতে না পারলেও ৪ উইকেট পড়ার পর হাল ধরেন পূজারা ও রাহানে। এদিন যদিও কোহলির এলবিডব্লিউ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরাট কোহলি বলে বিতর্কটা যথেষ্ট গুরুত্বও পাচ্ছে। কারণ খেলা ঘোরানোয় বিরাট ফ্যাক্টর হয়ে উঠতেই পারতেন। তবে দিনের শেষে পূজারা ৭৯ রানে ও রাহানে ৪০ রানে ক্রিজে আছেন। চতুর্থ দিনে যদি এঁদের জুটি ভাল খেলে দেয় তাহলে যথেষ্ট চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে হবে অজিদের। হয়তো কোথাও ভারতের একটা জয়ের আশা থেকেও যাবে। তবে তার আগে চতুর্থ দিনে ব্যাট করতে হবে ভারতকে। তুলতে হবে বড় রান। সেটাই এখন প্রধান লক্ষ্য।