তৃতীয় দিনের খেলার পর ক্রিকেট বিশেষজ্ঞেরা মেনে নিচ্ছেন কোনও অঘটন না ঘটলে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ড্রয়ের পথে। ভাল ব্যাটিং, বেশ কিছু ক্রিকেটোচিত শট দেখার সুযোগ হলেও খেলায় উত্তেজনা তৈরি হয়নি। খুব সাদামাটা টেস্টের নজির গড়ছে এই খেলা। গত শুক্রবার গিয়েছিল ১ উইকেট। তারপর ব্যাট করতে নেমে তৃতীয় দিনের সকালে ভাল শুরু করেন পূজারা-মুরলী জুটি। কিন্তু ব্যক্তিগত ৮২ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। এরপর একদিকে দাঁড়িয়ে পূজারা সেঞ্চুরি করলেও অন্যদিকে কেউই তেমন সফল হতে পারেননি। বিরাট, রাহানে, নায়ার, অশ্বিনরা কেউই বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। দিনের শেষে ১৩০ রান করে ক্রিজে রয়েছেন পূজারা। ঋদ্ধিমান সাহার সংগ্রহ ১৮ রান। তৃতীয় দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ৩৬০ রান করেছে। এখনও অস্ট্রেলিয়ার থেকে ৯১ রান পিছিয়ে তারা। হাতে রয়েছে ৪ উইকেট।