
জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে দুরন্ত কামব্যাক করে সিরিজে সমতা ফেরাল ভারত। এদিন হারারেতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। কিন্তু শুরু থেকেই দ্রুত রান তোলার তাগিদে উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। জিম্ববোয়ের উইকেট রক্ষক পিটার মুরের ৩১ রানের ইনিংসই দলের ব্যক্তিগত সর্বোচ্চ রান। ২০ ওভারের শেষে ৯৯ রান করে শেষ হয় জিম্বাবোয়ের ইনিংস। ভারতের হয়ে বারিন্দর সান ৪ উইকেট ও বুমরা ৩ উইকেট পকেটে পোরেন। পরে ব্যাট করতে নেমে সহজ লক্ষ্য অনায়াসেই ছুঁয়ে ফেলে ভারতীয় ওপেনিং জুটি। কোনও উইকেট না হারিয়ে মাত্র ১৩ ওভার ১ বলে খেলা শেষ করে দেন লোকেশ রাহুল ও মনদীপ সিংয়ের জুটি। মনদীপ ৫২ ও রাহুল ৪৭ রান করে অপরাজিত থাকেন। এদিনের জয়ের ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ফল দাঁড়াল ১-১। তৃতীয় ও শেষ টি-২০ যে জিতবে সেই সিরিজ জিতে যাবে। তৃতীয় ম্যাচ বুধবার।