ধরমশালায় ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে কপি বুক টেস্ট ম্যাচ দেখলেন দর্শকরা। যে বল মারার মারব। যে বল মারার নয় তা ছেড়ে দেব। বইতে যে বলকে ঠিক যেভাবে ট্রিট করার কথা লেখা আছে ব্যাটকে সেভাবে চালানো। যারা ক্রিকেটে ভবিষ্যৎ গড়তে চায় সেই সব শিক্ষানবিশদের জন্য আদর্শ ব্যাটিংয়েরও উদাহরণ তুলে ধরলেন ভারতীয় ব্যাটসম্যানেরা। শুধু এই যে খেলায় জেতার খিদে তেমন চোখে পড়ল না। এদিন কোনও ঝুঁকির রাস্তায় হাঁটেনি ভারতীয় ব্যাটিং লাইনআপ। যদিও তাতে লাভের লাভ কিছু হয়নি। বরং সারা দিনে ৬ উইকেট হারিয়েছে তারা। এখনও প্রথম ইনিংসে অজি রানের চেয়ে ৫২ রান পিছিয়ে রয়েছে রাহানের ভারত। বিরাটের অনুপস্থিতিতে এখন রাহানেই ভারতীয় দলের অস্থায়ী বস। সেই রাহানের এদিনের সংগ্রহ ৪৬। কে এল রাহুল ৬০, পূজারা ৫৭, অশ্বিন ৩০ রান করেন। এছাড়া বাকি ভারতীয় ব্যাটসম্যানেরা তেমন কোনও ছাপ না রাখতে পারলেও দিনটাতে বড় একটা মনে রাখার মত কিছু ঘটল না।