আইপিএলে এখনও পর্যন্ত দুরন্ত ফর্ম দেখিয়েও আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলে জায়গা হলনা গৌতম গম্ভীরের। তবে কেকেআরের মণীশ পাণ্ডে দলে জায়গা পেয়েছেন। চোট সারিয়ে দলে ঢুকেছেন মহম্মদ সামি। বেশ কিছুদিন ধরেই টালবাহানার পর অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ব্যাপারে সবুজ সংকেত দেয় বিসিসিআই। সেসময়েই জানিয়ে দেওয়া হয়েছিল সোমবার দল ঘোষণা করবে তারা। সেইমত এদিন দল ঘোষণা করা হয়েছে। দল হয়েছে এরকম – বিরাট কোহলি (অধিনায়ক), মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিং, অজিঙ্কা রাহানে, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, হার্দিক পাণ্ডিয়া, কেদার যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মণীশ পাণ্ডে, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সামি। আইপিএলে দারুণ পারফরমেন্সের পর স্ট্যান্ড বাই রাখা হয়েছে শার্দূল ঠাকুর, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, দীনেশ কার্ত্তিক ও সুরেশ রায়নাকে। আগামী ১ জুন থেকে ইংল্যান্ডে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম খেলা পাকিস্তানের সঙ্গে ৪ জুন।