Sports

রাহানে, কুলদীপের দাপটে ঘরের মাঠে চূর্ণ উইন্ডিজ

উইন্ডিজকে ১০৫ রানে হারিয়ে একদিনের সিরিজে ১-০-তে এগিয়ে গেল ভারত। উইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ ভেস্তে দিয়েছিল বৃষ্টি। ৫ ম্যাচের সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচের শুরুতেও তেমনই একটা আশঙ্কা দানা বাঁধছিল। প্রবল বৃষ্টিতে খেলাই শুরু হতে পারেনি সময়ে। অনেক পরে বৃষ্টি থামলে উইন্ডিজ টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। তবে ম্যাচে ওভার কমে ৫০-এর জায়গায় দাঁড়ায় ৪৩-এ। শুরু থেকেই শিখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে জুটি ক্যারিবিয়ান পেসের সামনে দাপট দেখাতে শুরু করে। পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভালের সবুজ গালিচায় ক্রিকেটোচিত শটে একের পর এক চার আসতে থাকে দুজনের ব্যাট থেকে। ৬৩ রানে ধাওয়ান প্যাভিলিয়নে ফেরার পরও রানের গতিতে ভাটা পড়েনি। বরং রাহানের সঙ্গে জুটি বাঁধেন বিরাট। রাহানে সেঞ্চুরি করে ১০৩ রানের মাথায় ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হয়ে যান। পাণ্ডিয়া তেমন কিছু না করতে পারলেও বিরাট পৌঁছে যান সেঞ্চুরির কাছে। বল কমছে। শতরান করতে হলে আরও ১৩ রান চাই। এই অবস্থায় ছক্কা হাঁকানোর চেষ্টায় ৮৭ রান করে ফেরেন বিরাটও। শেষে ধোনি ও কেদার যাদব মিলে ৪৩ ওভারের শেষে ভারতকে পৌঁছে দেন ৩১০ রানে। ৩১১ রানের পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে নিজেদের চেনা মাঠেই শুরুতে উইকেট খোয়ান ক্যারিবিয়ান ওপেনার কায়রন পাওয়েল। ব্যাট করতে নেমে জেসন মহম্মদও ফেরেন সেই শূন্য রানেই। মাত্র ৪ রানের মাথায় দলের ২ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়া উইন্ডিজ আর খেলায় ফিরতে পারেনি। শুধু ধরে ধরে ৪৩ ওভার শেষ করেছে। হারিয়েছে ৬ উইকেট। উইন্ডিজ ব্যাটিংয়ে একমাত্র উজ্জ্বল নক্ষত্র শাই হোপ। ৮৩ রানের একটা ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ভারতীয় বোলিংয়ে কুলদীপ যাদব কিন্তু ফের বুঝিয়ে দিলেন তাঁকে দলে রাখার গুরুত্ব কতটা। ৯ ওভার বল করে ৫০ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button