অবশেষে সঠিক দিনে জ্বলে উঠল বিরাটের ব্যাট। ৫ ম্যাচের সিরিজে বিরাটদের এদিনের জয়টা ছিল আবশ্যিক। আর সেটাই ছিনিয়ে নিলেন তাঁরা। জামাইকার কিংস্টনের সাবাইনা পার্কে সিরিজের শেষ ও ফলাফল নির্ধারক ম্যাচেও টস জেতে উইন্ডিজ। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ানরা। মহম্মদ সামি আর উমেশ যাদবের পেসের সামনে উইন্ডিজের ব্যাটিং লাইনআপ তাদের নিজেদের পিচেই তাল হারিয়ে ফেলে। সামির ৪ উইকেট ও উমেশের ৩ উইকেট উইন্ডিজের জয়ের আশায় জল ঢেলে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। উইন্ডিজের দুই হোপ ম্যাচে তাঁদের দলের জন্য সামান্য ‘হোপ’-টা বাঁচিয়ে রাখেন। ফলে উইন্ডিজ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে। সিরিজের চতুর্থ ম্যাচে এর চেয়েও কম রান করে উইন্ডিজ বোলিং ম্যাচ ভারতের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল। ফলে তাদের আশার আলো তখনও বেঁচেছিল। কিন্তু গত দিনের ভুলটা এদিন আর করেনি ভারত। চরম ধরে ব্যাটিং করে ম্যাচ ডোবানোর রাস্তায় না হেঁটে রানের গতি বজায় রাখেন অজিঙ্কা, বিরাটরা। তবে জয়ের নায়ক অবশ্যই বিরাট কোহলি। অধিনায়কের ব্যাট এদিন অধিনায়কোচিতভাবেই ঝলসে উঠেছে। বিরাটের ১১৫ বলে ১১১ রানের দুরন্ত ইনিংস পঞ্চম ওয়ান ডে-তে সহজ জয় এনে দেয় ভারতকে। মাত্র ২ উইকেট হারিয়ে ৩৬ ওভার ৫ বলেই জয়ের জন্য প্রয়োজনীয় ২০৬ রান তুলে নেয় ভারত।