Sports

একা লিউইসেই উড়ে গেল ভারত

৬২ বলে ১২৫ রান। একা কোনও দলের ব্যাটসম্যান যদি এই ব্যাটিং তাণ্ডব দেখান তাহলে সেই দলের জয় না পাওয়াটাই আশ্চর্যের হয়। তবে আশ্চর্যান্বিত হওয়ার সেই অবকাশ মেলেনি। বরং গোটা বিরাট বাহিনী তাদের স্বপ্নের দল নিয়েও একা লিউইসকে রুখতে পারল না। উইন্ডিজ সফরের একমাত্র টি-২০ ম্যাচে উড়ে গেল ভারত। এদিন জামাইকার কিংস্টনের সাবাইনা পার্কে টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় উইন্ডিজ। শুরুতেই ব্যাটিংয়ে ঝড় শুরু করে বিরাট, ধাওয়ান জুটি। পরে ঋষভ পন্থ, দিনেশ কার্তিকও ঝোড়ো ব্যাটিং করেন। শেষ ওভারে দুরন্ত ১৮ রানের সুবাদে ১৯০ রানে পৌঁছেও যায় ভারত। তবে যেটা প্রথমে আশা করা হচ্ছিল যে ভারত অনায়াসে ২০০ টপকাবে, সেটা হয়নি মিডল অর্ডারের কিছুটা স্লো ব্যাটিংয়ের জেরে। পরে ব্যাট করতে নেমে দ্রুত গেইলের উইকেট হারায় উইন্ডিজ। কিন্তু তারপর মাঠে শুধু সরষে ফুল দেখেছে ভারতের গোটা দল। এভিন লিউইসের ধ্বংসাত্মক ব্যাটিং আর মার্লন স্যামুয়েলসের আত্মবিশ্বাসী সঙ্গত, এতেই বাজিমাত করে উইন্ডিজ। মাত্র ১ উইকেট হারিয়েই ভারতের চ্যালেঞ্জিং স্কোর ১৯০ টপকে যায় মাত্র ১৮ দশমিক ৩ বলে। ম্যাচের ৯ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নেয় ক্যারিবিয়ানরা। খুব স্বাভাবিকভাবেই প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন এভিন লিউইস।

 



Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button