সোমবার বৈঠকের পরই ভারতীয় দলের কোচের নাম ঘোষণা করা হবে। একথা তিনিই জানিয়েছিলেন সকলকে। সোমবার তিনিই জানিয়ে দিলেন আপাতত ভারতীয় দলের কোচের নাম ঘোষণা স্থগিত রাখা হচ্ছে। বিরাট কোহলি এখন ভারতের বাইরে। তিনি আমেরিকা থেকে ফিরলেই তাঁর সঙ্গে আলোচনা করে বিশেষ কমিটি কোচ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করবে। ফলে এখনকার মত কোচ পদে কে বসছেন তা নিয়ে ধোঁয়াশা এবং কৌতূহল দুটোই রয়ে গেল।
যেটুকু খবর তাতে রবি শাস্ত্রী, টম মুডি ও বীরেন্দ্র সেহওয়াগের মধ্যে লড়াই জমে উঠেছে। যদিও রবি শাস্ত্রীকে কিছুটা এগিয়ে রাখছিলেন ভারতীয় ক্রিকেট জগতের একাংশ। তার কারণ অবশ্যই শচীন তেন্ডুলকর। কারণ লিটল মাস্টারের প্রথম পছন্দ রবিই। কিন্তু কমিটির বাকি দুই সদস্য সৌরভ গঙ্গোপাধ্যায় ও ভিভিএস লক্ষ্মণের পছন্দে এগিয়ে সেহওয়াগ। এখন এই লড়াইয়ে মাঝখান থেকে লাভবান হতে পারেন টম মুডি। কারণ সবদিক রাখতে রবি ও বীরু, দুজনকেই ছেঁটে টমকে বেছে নিতেই পারে কমিটি। তবে বিরাটের সঙ্গে কথা বলার পরই চূড়ান্ত হবে সেই সিদ্ধান্ত।