সব জল্পনার অবসান। শেষ পর্যন্ত বীরেন্দ্র সেহওয়াগ, টম মুডিদের পিছনে ফেলে ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচিত হলেন রবি শাস্ত্রী। দলের বোলিং পরামর্শদাতা করা হয়েছে জাহির খানকে। বিদেশে ভারতীয় দলকে ব্যাটিং পরামর্শ দেবেন রাহুল দ্রাবিড়। রবি শাস্ত্রীই যে কোচ হিসাবে নির্বাচিত হতে চলেছেন সে ইঙ্গিত অনেক ক্রিকেট বিশেষজ্ঞই দিচ্ছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট দলের ডিরেক্টর পদে থাকা রবি শাস্ত্রীকে কোচ পদের জন্য আবেদন জানাতে কার্যত বাধ্য করেন শচীন তেন্ডুলকর। যিনি আবার ক্রিকেট অ্যাডভাইজরি কমিটির ৩ সদস্যের ১ জন। ৩ সদস্য সৌরভ, লক্ষ্মণ ও শচীনের হাতেই ছিল পরবর্তী কোচ বেছে নেওয়ার দায়িত্ব। এজন্য ৫ জনের ইন্টারভিউও গত সোমবার নেওয়া হয়। সন্ধেবেলা নতুন কোচের নাম ঘোষণার কথা থাকলেও শেষ মুহুর্তে সৌরভ জানান, বিরাট কোহলি বিদেশে থাকায় কোচের নাম এখনই জানানো যাচ্ছে না। তিনি দেশে ফিরলে তাঁর সঙ্গে কথা বলে চূড়ান্ত নাম ঘোষণা করা হবে। যদিও তারপর বিসিসিআইয়ের চাপেই নাম ঘোষণা করতে বাধ্য হল বিসিসিআইয়ের তরফে কোচ বেছে নেওয়ার দায়িত্বপ্রাপ্ত অ্যাডভাইজরি কমিটি।
আগামী ২ বছর, অর্থাৎ ২০১৯ বিশ্বকাপ অবদি এই দায়িত্ব সামলাবে শাস্ত্রী অ্যান্ড কোম্পানি। অনিল কুম্বলের সঙ্গে বিরাট কোহলির জটিলতার জেরে কুম্বলে চ্যাম্পিয়ন্স ট্রফির পর দায়িত্ব ছেড়ে দেন। তারপর থেকেই নতুন কোচের খোঁজ শুরু করে বিসিসিআই।