ইংল্যান্ডে টেনিস দেখছিলেন তিনি। কিন্তু তখনই জানতেন তাঁর সাপোর্ট স্টাফ কে কে হতে চলেছেন। আর সেটাই এদিন বোর্ড কর্তারা পরিস্কার করে দিলেন। এদিন সাংবাদিকদের সামনে এমনই জানালেন ভারতের নবনিযুক্ত হেড কোচ রবি শাস্ত্রী। পরামর্শদাতা কমিটির পছন্দ, অপছন্দকে ফুৎকারে উড়িয়ে নিজের ইচ্ছেমত সাপোর্ট স্টাফ সাজিয়ে কার্যত রবি শাস্ত্রী এদিন বুঝিয়ে দিলেন আসল বাজিগর তিনিই।
সাপোর্ট স্টাফ হিসাবে পেলেন সহকারী কোচ সঞ্জয় বাঙ্গার, বোলিং কোচ ভরত অরুণ ও ফিল্ডিং কোচ এস শ্রীধর-কে। একদম ঠিক যাঁকে যাঁকে তাঁর পছন্দ ছিল। এক্ষেত্রে পরামর্শদাতা কমিটির কোনও সওয়ালই পাত্তা পেলনা বোর্ড কর্তাদের কাছে। সৌরভ, লক্ষ্মণদের পছন্দের বোলিং কোচ জাহির খান বা ব্যাটিং কোচ রাহুল দ্রাবিড়ের নাম এক লহমায় কেটে উড়িয়ে দিলেন রবি শাস্ত্রী। পছন্দের সবকিছু পাওয়ার আত্মপ্রত্যয় এদিন শাস্ত্রীর কঠিন মুখে বেশ প্রকাশ পেয়েছে। প্রকাশ পেয়েছে সকলকে হারিয়ে নিজের পছন্দকেই চূড়ান্ত করার একটা অনাবিল অবহেলা।