ইতিহাস বলে নিজেদের মাঠে শ্রীলঙ্কা বেশ ভয়ংকর। কিন্তু ভারতের বিরুদ্ধে গলে প্রথম টেস্টে কার্যত কোণঠাসা শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট নেওয়া ভারত প্রথম ইনিংসে ৬০০ রানের পাহাড় প্রমাণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। শিখর ধাওয়ানের ১৯০ রানের দুরন্ত ইনিংস, চেতেশ্বর পূজারার ছবির মত ১৫৩ রানের ইনিংস, হার্দিক পাণ্ডিয়ার মত নিউকামার সহ অজিঙ্কা রাহানের অর্ধশতরান ভারতকে ৬০০ রানের ঘরে পৌঁছে দিয়েছে সহজেই। ভারতীয় ব্যাটিংয়ে ব্যর্থ কেবল অধিনায়ক কোহলি। মাত্র ৩ রান করে আউট হন তিনি।
এই পর্যন্ত পড়ে যাঁদের মনে হচ্ছে পিচে কিছু নেই। ব্যাটসম্যানদের জন্য পিচ। তাঁরা বোধহয় একটু ভুল। কারণ দ্বিতীয় দিনে ভারতের সব উইকেট পড়ে যাওয়ার পর শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে নিজেদের ঘরের পিচে কার্যত দিশেহারা। ভারতীয় বোলিং আক্রমণের কূলকিনারা খুঁজে পাচ্ছেননা তাঁরা। ১৪৩ রান করতেই তাঁদের ৫ উইকেট পড়েছে। প্যাভিলিয়নে ফেরেন কুশল মেন্ডিস, করুণারত্নে, উপুল থরঙ্গার মত ব্যাটসম্যানেরা। উপুল ৬৩ রান করে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও অন্যরা নেহাতই আয়ারাম গয়ারাম।
দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। এখনও ৪৪৬ রানে ভারতের চেয়ে পিছিয়ে। ব্যক্তিগত ৫৪ রান করে ক্রিজে রয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সঙ্গে ৬ রান করে দিলরুয়ান পেরেরা। ফলে দ্বিতীয় দিনের শেষে নিশ্চিন্তে বলা যায় অ্যাডভান্টেজ ভারত।