দ্বিতীয় দিনের শেষেই শ্রীলঙ্কার ললাট লিখন পরিস্কার দেখা যাচ্ছিল। তৃতীয় দিনের শেষে সেটাই আরও জোড়াল হল। প্রথম টেস্টে কার্যত গোটা শ্রীলঙ্কা দলটাকে নিয়েই ভারত ছেলেখেলা করল। প্রথম ইনিংসে পাহাড় প্রমাণ ৬০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ১৫৪ রান তুলতে ৫ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। ফলে মনোবল যে তলানিতে গিয়ে ঠেকেছিল তা বলাই বাহুল্য। তৃতীয় দিনের সকালে আগের দিন ক্রিজে থাকা শ্রীলঙ্কার ২ ভরসা ম্যাথিউস ও পেরেরা ত্রাতার ভূমিকা নেন। ম্যাথিউজ ৮৩ রান করে আউট হন। পেরেরা ৯২ রান করে অপরাজিত থাকেন। কিন্তু বাকিদের সঠিক সঙ্গতের অভাবে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় ২৯১ রানে। ভারত ফলোঅন খাওয়াতেই পারত। কিন্তু তা না করে ব্যাট করতে নামে বিরাট বাহিনী।
দ্বিতীয় ইনিংসে যদিও প্রথম ইনিংসের দুই মহাতারকা ধাওয়ান ও পূজারা, কেউই বেশিক্ষণ ক্রিজে টেকেননি। তবে অভিনব মুকুন্দ অভাবটা পুষিয়ে দিয়েছেন। তাঁর ব্যাট থেকে আসে ৮১ রান। দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেট হারিয়ে ১৮৯। শ্রীলঙ্কার চেয়ে ৪৯৮ রানের লিড নিয়ে দিন শেষ করা ভারত চতুর্থ দিনে একদিনের ক্রিকেট খেলে ডিক্লেয়ার করে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা। এদিন ভারতের বড় প্রাপ্তি বিরাট কোহলির ব্যাট থেকে রান আসা। খরা কাটিয়ে এদিন ৭৬ রান করে ক্রিজে রয়েছেন বিরাট। চতুর্থ দিনে তাঁর সেঞ্চুরি দেখতে মুখিয়ে অনেকেই।