Sports

দ্বিতীয় টেস্টেও সমান দাপটে শুরু করল ভারত

এ যেন প্রথম টেস্টেরই রিপিট টেলিকাস্ট। সেই টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত। সেই শুরু থেকে ওপেনারদের দাপুটে ব্যাটিং। সেই প্রথম দিনের শেষে শক্ত ভিতে ভারত। কলোম্বো টেস্টেও সেই এক পরম্পরা ধরে রাখল বিরাটের ছেলেরা। যদিও প্রথম দিন। তবু ক্রিকেট বোদ্ধারা বলছেন মর্নিং শোজ দ্যা ডে।

এদিন টস জিতে ব্যাটিং নেন বিরাট কোহলি। ধাওয়ান, রাহুল ব্যাট করতে নেমে ভাল শুরু করলেও ব্যক্তিগত ৩৫ রানে ফেরেন ধাওয়ান। রাহুল, পূজারা টানতে শুরু করেন ভারতকে। কিন্তু অর্ধশতরান করে ৫৭ রানের মাথায় আউট হন রাহুলও। দ্রুত প্যাভিলিয়নমুখো হন অধিনায়ক বিরাট কোহলিও। মাত্র ১৩ রান করে আউট হন তিনি। এরপর পূজারা-রাহানে জুটি খেলার মোড় ঘোরাতে শুরু করেন। দুজনের চওড়া ব্যাট থেকে আসে সেঞ্চুরি। দিনের শেষ বল পর্যন্ত এই দুজনই দুই স্তম্ভের মত ভারতীয় ব্যাটিং দুর্গ রক্ষা করেন।


দিনের শেষে পূজারা ১২৮ রানে ও রাহানে ১০৩ রানে অপরাজিত। প্রথম দিনে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৩৪৪ রান। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ভারত যদি ফের ৬০০-র কোটায় রানকে পৌঁছে দিতে পারে তবে সিরিজ দ্বিতীয় টেস্টেই ভারত নিজেদের ঝুলিতে পুরে ফেলতে পারবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞেরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button