লন্ডনের এক কোণায় যখন দেশের মুখ পোড়াল বিরাট ব্রিগেড, তখন দেশের অপেক্ষাকৃত কম জনপ্রিয় হকির দল সকলের অলক্ষ্যে পাকিস্তানকে হেলায় হারিয়ে তার প্রতিশোধ নিল। হকি বিশ্বলিগে পাকিস্তানকে ৭-১ গোলে কার্যত দাঁড় করিয়ে হারিয়ে দিলেন হরমনপ্রীত, আকাশদীপরা। এদিন লন্ডনে ভারত-পাকিস্তান যখন ক্রিকেটের লড়াইয়ে মুখোমুখি তখন সেই লন্ডনেই মুখোমুখি ভারত-পাক হকি দলও। হরমনপ্রীতের গোল দিয়ে শুরু করে শুরু থেকেই ম্যাচে প্রাধান্য প্রতিষ্ঠা করে ভারত। তারপর এক এক করে গোল আসতে থাকে ভারতের ঝুলিতে। পাক গোলে কখনও বল ঢুকিয়েছেন হরমনপ্রীত তো কখনও আকাশদীপ তো কখনও তলবিন্দর সিং। এঁরা সকলেই ২টি করে গোল পান। ১টি গোল করেন পরদীপ মোরে। পাকিস্তানের হয়ে একটি মাত্র গোল করেন মহম্মদ উমর। এদিন ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত পাক দল ভারতের সামনে দাঁড়াতেই পারেনি। তবে এদিন একটা বিষয় ছিল নজর কাড়ার মত। ভারতের পুরো দল ও তাদের সাপোর্ট স্টাফ মাঠে নামেন হাতে কালো আর্মব্যান্ড পরে। ইদানিংকালে ভারতের যেসব সেনা জওয়ান সীমান্তে প্রাণ হারিয়েছেন তাঁদের শ্রদ্ধা জানাতেই এই কালো ব্যান্ড বলে দলের তরফে জানানো হয়।