চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই পাক বধ। তাও আবার কার্যত হেলায়। ‘চিরশত্রু’ পাকিস্তানকে শনিবার হকির চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম পর্যায়েই পেয়েছিল ভারত। নেদারল্যান্ডসের ব্রেদে শহরে এদিন পাকিস্তানকে গুণে গুণে ৪টি গোল দেন ললিত, মনদীপরা। খেলার ২৬ মিনিটের মাথায় প্রথম গোল করে ভারতকে এগিয়ে দেন রমনদীপ সিং। এরপর খেলার প্রায় শেষের দিকে এসে ৫৪ মিনিটের মাথায় আসে দ্বিতীয় গোল। করেন দিলপ্রীত সিং। এখান থেকে মাত্র ৬ মিনিটের ব্যবধানে আরও ২টি গোল হজম করতে হয় পাকিস্তানকে। ৫৭ মিনিটে গোল করেন মনদীপ সিং এবং ৬০ মিনিটের মাথায় গোল করে ভারতকে ৪-০-তে এগিয়ে দেন ললিত উপাধ্যায়।
এই নিয়ে ভারতের সঙ্গে শেষ ৯টি মুখোমুখিতে ৮টি হার হজম করতে হল প্রতিবেশি পাকিস্তানকে। তবে খেলার দিক থেকে পাকিস্তান যে একদম লড়াই দেয়নি তা নয়। খেলার ৫৪ মিনিট পর্যন্ত তারা ১ গোলে পিছিয়ে থেকেও লড়াই দিচ্ছিল। কিন্তু খেলার শেষ ৭ মিনিটে ৩টি গোল করে খেলার সব হিসেবনিকেশ বদলে দেয় ভারত।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার – দ্যা হকি ইন্ডিয়া)