বিরল কৃতিত্ব, চিনের প্রাচীর ভেঙে টানা ৫ বার এশিয়া সেরা ভারত
পরপর ৫ বার। মুখের কথা নয়। তবে নিজেদের মান পড়তে দেয়নি ভারত। চিনের কঠিন প্রাচীর অবশেষে ভেঙে দিতে পারে তারা।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর এবার চিনের প্রাচীরও ভেঙে দিল ভারত। কঠিন প্রতিদ্বন্দ্বী। পেশাদারিত্বে খামতি ছিলনা চিনের। সবদিক থেকে নিজেদের রক্ষণকে এতটাই শক্তিশালী ও দুর্ভেদ্য করে রেখেছিল যে সেখানে কিছুতেই ভারত প্রবেশ করতে পারছিলনা।
চিনের প্রাচীরের মতই শক্ত সেই রক্ষণ কিন্তু অবশেষে ভাঙল। ৩টি কোয়ার্টারে দাঁত ফোটাতে না পারলেও অবশেষে খেলার প্রায় শেষ অবস্থায় পৌঁছে ভারত তাদের জাত চিনিয়ে দিল। খেলার ৫১ মিনিটের মাথায় যুগরাজ সিং চিনের প্রাচীর ভেঙে জালে বল জড়িয়ে দেন।
উল্লাসে ফেটে পড়েন ভারতীয় খেলোয়াড়েরা। প্রথম ৩টি কোয়ার্টারে খেলা গোল শূন্য রাখার পর চিন চতুর্থ ও শেষ কোয়ার্টারের ১৫ মিনিট ভারতকে আটকে রাখার কৌশল নিয়েছিল। তারা প্রবল রক্ষণাত্মক খেলা শুরু করে।
ডি-এর মধ্যেই চিনের অধিকাংশ খেলোয়াড় ভিড় করে ভারতীয় খেলোয়াড়দের ঢুকতে বাধা দিচ্ছিলেন। কিন্তু সেই রক্ষণ ভেঙেই ভারত গোল দিয়ে এগিয়ে যায়। তারপর আর খেলার শেষপর্যন্ত সে গোল শোধ করতে পারেনি চিন।
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে হকিতে এশিয়া সেরা হল ভারত। চিন এবারই এই প্রতিযোগিতার ফাইনালে প্রথমবার পৌঁছেছিল। তাদের হারিয়ে ভারত এই নিয়ে টানা ৫ বার এশিয়া সেরা হওয়ার বিরল সম্মান অর্জন করল। এটা অবশ্যই ভারতের ক্রীড়াপ্রেমী মানুষের জন্য বড় উপহার।
এদিন খেলার ২৭ মিনিটের মাথায় ভারত পেনাল্টি পেলেও চিন রিভিউ নেওয়ার পর সেই পেনাল্টি বাতিল হয়ে যায়। নাহলে আরও আগেই হয়তো ১ গোলে এগিয়ে যেতে পারত অলিম্পিকসে ব্রোঞ্জ জয়ী ভারতীয় হকি দল।