১৯৯৩ সালে ৯৯ নম্বর স্থানে ছিল ভারতীয় দল। তারপর ১৯৯৬ সালটা ভারতীয় ফুটবলের জন্য এক সুবর্ণ বর্ষ। কারণ ওই বছর ফিফা ব়্যাঙ্কিংয়ে ৯৪ তম স্থানে উঠে এসেছিল ভারতীয় ফুটবল দল। যদিও সেটা ফেব্রুয়ারিতে। মে মাসের ব়্যাঙ্কিংয়ে ১০১-এ নেমে যায় তারা। কিন্তু সেটাও ছিল গর্বের। এরপর ভারতীয় ফুটবল দল ১০১ ব়্যাঙ্কিংও ছুঁতে পারেনি কখনও। পারল আবার ২০১৭-র এপ্রিলে।
এই মাসে প্রকাশিত নতুন ব়্যাঙ্কিংয়ে ভারত ১০১ নম্বর দল হিসাবে জায়গা পেয়েছে। যদিও গত মাসেই তালিকার ১৩২ নম্বরে ছিল তারা। মাত্র ১ মাসের ব্যবধানে ৩১ টি দেশকে টপকে ১০১-এ পৌঁছেছে ভারতীয় ফুটবল দল। ভারতের এই সাফল্যে খুশি ভারতীয় কোচ স্টিভেন কনস্টানটাইন।