
ফুটবলে আর্জেন্টিনাকে হারাল ভারত। শুনেও অনেকের পক্ষে বিশ্বাস করা কঠিন। কঠিন না হওয়ারও কিছু নেই। লাতিন আমেরিকার অন্যতম সেরা ফুটবল খেলিয়ে দেশ আর্জেন্টিনা। মারাদোনা, মেসির দেশে ঘরে ঘরে প্রতিভা। সেই দলকে কিনা হারিয়ে দিল ভারত! অবাক করলেও এটাই সত্যি। স্পেনে কোটিফ কাপে আর্জেন্টিনাকে হারিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল ভারতের অনূর্ধ্ব ২০ ফুটবল দল। ভারতীয় যুবদের দাপটে গোটা ম্যাচেই এঁটে উঠতে পারেনি আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের ৪০ মিনিট ভারত ১০ জনে খেলে। তাতেও ২-১ গোলের ব্যবধানে আর্জেন্টিনার মত ফুটবল দানবকে হারানো অবশ্যই ভারতীয় যুব ফুটবলারদের ইতিহাসের পাতায় জায়গা করে দিল।
ম্যাচের শুরুতেই ৪ মিনিটের মাথায় দীপক টাংরির দুরন্ত গোলে ১-০-তে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে ভারতের দাপট বজায় থাকলেও আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে প্রথম ৫ মিনিট গড়াতেই লাল কার্ড দেখেন ভারতের অনিকেত যাদব। বড় ধাক্কা। মাঠে ১০ জন হয়ে যান ভারতীয় যুবরা। তাও আবার প্রতিপক্ষের নাম যেখানে আর্জেন্টিনা! কিন্তু সাহস আর আত্মবিশ্বাসে ভর করে খেলার ৬৮ মিনিটের মাথায় ভারত ফের গোল পায়। ফ্রি কিক থেকে গোল করেন আনোয়ার আলি। ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়া ভারতের বিরুদ্ধে শেষের দিকে একটা গোল শোধ করে আর্জেন্টিনা। এই জয় ভারতের জন্য ঐতিহাসিক জয় হয়ে রইল।
এখানেই শেষ নয়। একই দিনে অন্য একটি প্রতিযোগিতায় এশিয় চ্যাম্পিয়ন ইরাকের মুখোমুখি হয়েছিল ভারত। অনূর্ধ্ব ১৬ -র এই প্রতিযোগিতায় শক্তিশালী ইরাককে এদিন হারিয়ে দেন ভারতের যুব ফুটবলাররা। ডব্লিউএএফএফ প্রতিযোগিতায় ইরাককে ১-০ গোলে হারিয়ে দেয় ভারত। গোল করেন ভুবনেশ। ইরাককে হারানো ভারতের জন্য ঐতিহাসিক সাফল্য। কারণ এর আগে কখনও ইরাককে কোনও প্রতিযোগিতায় ভারত হারাতে পারেনি।
(ছবি – সৌজন্যে – ট্যুইটার)