
উরিতে জঙ্গি হামলার পর ভারতের সার্ক সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা যে কম তা আলোচনায় উঠেই আসছিল। এবার সেটাই সত্যি হল। সূত্রের খবর, আগামী ১৬ নভেম্বর থেকে ইসলামাবাদে বসতে চলা সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিওনাল কোয়াপরেশন-এর বৈঠকে যোগ দিচ্ছেনা ভারত। সরকারিভাবে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। শুধু ভারত নয়, আট দেশের এই দক্ষিণ এশিয় রাষ্ট্রগোষ্ঠীর সম্মেলন থেকে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছে ভুটান, আফগানিস্তান ও বাংলাদেশও। নিয়ম হল সার্ক সম্মেলনে একটি সদস্য রাষ্ট্রও অংশ না নিলে সম্মেলন বাতিল হবে। সেখানে ৪টি দেশের অনুপস্থিতি সার্কের ভবিষ্যতকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। অন্যদিকে পাকিস্তানকেও দক্ষিণ এশিয়ায় কোণঠাসা করার জন্য ৪টি দেশের অনুপস্থিতি যথেষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।