
ভারতের সব টিভি চ্যানেল পাকিস্তানে ব্যান করে দিল পাক সরকার। শনিবার এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ভারতে কর্মরত পাক অভিনেতা ও সিনেমা শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বয়কট করার পর পাল্টা জবাব হিসাবে পাকিস্তান এই পদক্ষেপ করল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির তরফে এদিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে, যদি টেলিভিশন চ্যানেল ডিস্ট্রিবিউটররা ১৫ অক্টোবরের পর এই নিষেধাজ্ঞা মানছেন না বলে দেখা যায়, তবে তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।