ভারতীয় বায়ুসেনা আধিকারিক অভিনন্দন বর্তমানকে কব্জায় পেয়েও গুডউইল জেসচার বা সৌহার্দ্যের কথা বলে তাঁকে ২ দিনের মাথায় মুক্তি দেয় পাকিস্তান। অভিনন্দনের মুক্তির কথা পাক পার্লামেন্টে ঘোষণা করেন সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই গুডউইল জেসচার কিন্তু বজায় রাখার চেষ্টা করছে পাকিস্তান। গত রবিবার তারা ভারতের ৫৫ জন মৎস্যজীবী ও ৫ জন ভারতীয় নাগরিককে মুক্তি দিল।
করাচির মালির জেল থেকে এঁদের গত রবিবার মুক্ত করে দেয় পাকিস্তান। তাঁদের সকলকে ট্রেনে লাহোর নিয়ে আসা হয়। সেখান থেকে ওয়াঘা সীমান্ত হয়ে ভারতের হাতে তাঁদের তুলে দেওয়ার কথা। এই ৫৫ জনের মুক্তির কথা পাকিস্তানের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।
৫৫ জন মৎস্যজীবীর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তাঁরা পাকিস্তানের জলভাগে ঢুকে মাছ ধরছিলেন। তাই তাঁদের আটক করে পাকিস্তান। এমন আরও ভারতীয় মৎস্যজীবী কিন্তু পাক জেলে বন্দি হয়ে আছেন। অন্যদিকে পাক-ভারত সীমান্ত পার করে অনেক সময়ে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা ভুলবশত পাক ভূখণ্ড ঢুকে পড়লে পাকিস্তান তাঁদের পাকড়াও করে। তেমনভাবেই ৫ ভারতীয় নাগরিককে জেলবন্দি করে তরা। তাঁদেরও মুক্ত করা হয়।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)