কেবল বায়ুদূষণের জেরেই গড়ে প্রতি মিনিটে ২ জন করে ভারতীর মৃত্যু হচ্ছে। এক সমীক্ষা রিপোর্টে এই চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। ২০১০ সালে করা সমীক্ষার এই রিপোর্ট প্রকাশিত হয়েছে মেডিক্যাল জার্নাল অব দ্যা ল্যানসেট পত্রিকায়। রিপোর্টে ভারতে দূষণের মাত্রাবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়েছে, এ দেশে বেশ কয়েকটি এমন শহর রয়েছে যেখানে বায়ুদূষণের মাত্রা অত্যধিক। পাশাপাশি সমীক্ষায় দাবি করা হয়েছে, বায়ুদূষণ ও আবহাওয়ার পরিবর্তন, একে অপরের সঙ্গে যুক্ত। এই দুইয়ের প্রভাবে অনেক মানুষই অসুস্থ হয়ে পড়ছেন। মৃত্যু হচ্ছে। খোদ রাজধানী নয়াদিল্লিকেই দেশের দূষিততম শহরের মাথায় রেখেছে সমীক্ষা। উত্তর ভারত জুড়েই এই দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।