Feature

বিশ্বের উচ্চতম ডাকঘরটি রয়েছে ভারতেই, উচ্চতা শুনলে বিস্ময় জাগে

বিশ্বের উচ্চতম ডাকঘরটি অন্য কোনও দেশে নয়, এদেশেই অবস্থিত। যার উচ্চতা শুনলে বিস্মিত হওয়াটাই স্বাভাবিক। সে আবার এখন পেয়েছে নতুন এক চেহারা।

বিশ্বের উচ্চতম ডাকঘর। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪ হাজার ৫৬৭ ফুট উঁচুতে অবস্থিত। সেই ডাকঘর আর কোথাও নয় ভারতেই অবস্থিত। এই ডাকঘরটি আদপে ছিল একটি মাটির ঘর। মাটি লেপা সে ঘরই ছিল ডাকঘর। সেখান থেকে চিঠি আদানপ্রদান সহ ডাকঘরের যাবতীয় কাজ চলত।

ওই উঁচুতে বসবাসকারী স্থানীয় মানুষের বাকি পৃথিবীর সঙ্গে যোগাযোগের একমাত্র উপায় ওই ডাকঘরই। আর পাঁচটা ডাকঘরের মত সেখানে কাজ হলেও এ ডাকঘর পর্যটকদের অন্যতম আকর্ষণ।


পর্যটনের কথা মাথায় রেখে এই ডাকঘরের চেহারাও বদল করা হয়েছে। ডাকঘরটিকে একটি গোলাকার লেটারবক্সের চেহারা দেওয়া হয়েছে। কয়েকটি সেলফি পয়েন্টও নির্ধারিত হয়েছে পর্যটকদের কথা মাথায় রেখে।

হিমাচল প্রদেশের লাহুল স্পিতিতে ১৪ হাজার ৫৬৭ ফুট উচ্চতায় রয়েছে একটি গ্রাম হিকিম। এই হিকিমের মানুষের জন্যই এই পোস্টঅফিস। যা এখন বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত ডাকঘর।


বহু পর্যটক দেশবিদেশ থেকে লাহুল স্পিতি-তে বেড়াতে এলে অবশ্যই এই ডাকঘর দেখতে আসেন। পুরনো মাটির ডাকঘর ও নতুন লেটারবক্স রূপী ডাকঘর ঘুরে দেখেন। ছবি তোলেন। অবাক হন এটা ভেবে যে এত উঁচুতেও একটি ডাকঘর থাকা সম্ভব!

এখানে পর্যটকদের জন্য একটি সুবিধাও রয়েছে। পর্যটকরা এই ডাকঘর থেকে স্পিতি-র অপরূপ ছবির পোস্টকার্ড ডাকে পাঠাতে পারেন। নিজেকেও পাঠাতে পারেন। বন্ধু বা আত্মীয় পরিজনকেও পাঠাতে পারেন। পর্যটন টানতেই এই ব্যবস্থা।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button