ফের পাক সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাল একদল জঙ্গি। তবে দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামার পুনরাবৃত্তি আর হতে দিল না জম্মু কাশ্মীরে মোতায়েন ভারতীয় সেনা। জঙ্গিদের অনুপ্রবেশের ছক বানচাল করে দিল তারা। জম্মু কাশ্মীরের পুলিশ ও সেনাদের সাঁড়াশি চাপে নিকেশ হল ৬ জঙ্গি।
শীতের ধূসর চাদরে ঢাকা পড়েছে কাশ্মীর উপত্যকা। তারসঙ্গে প্রবল ঠান্ডা। তার সুযোগ নিয়ে ভারতে ঢুকতে যায় ওই ৬ জঙ্গি। জম্মু কাশ্মীর পুলিশ জানিয়েছে, অনুপ্রবেশকারীরা প্রত্যেকে জইশ-ই-মহম্মদ জঙ্গি সংগঠনের সদস্য। সোমবার জম্মু কাশ্মীরের উরি সেক্টর দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করতে যায় জঙ্গিদের দল। তাদের অনুপ্রবেশের বিষয়টি নজর আসে কর্তব্যরত সেনা জওয়ানদের। জঙ্গিদের আটকাতে সোজাসুজি এনকাউন্টারের পথে হাঁটে ভারতীয় সেনা। তাদের সঙ্গে জঙ্গি নিকেশের যৌথ অপারেশনে নামে জম্মু কাশ্মীর পুলিশ। আক্রমণের মুখে পড়ে পাল্টা গুলি ছোঁড়া শুরু করে জঙ্গিরাও। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর খতম হয় ৬ জঙ্গি। তবে ভারতীয় সেনা বা পুলিশের গায়ে এবার আঁচড় পর্যন্ত লাগেনি।
মৃত জঙ্গিদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছেন জওয়ানরা। যা থেকে পরিস্কার, ফের কোনও বড় হামলার ছক কষেছিল নিহত জঙ্গিরা। যা সেনাবাহিনীদের তৎপরতায় রক্ষা পেল।