জম্মু কাশ্মীর সীমান্তে লাইন অফ কন্ট্রোল বরাবর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের তোয়াক্কা না করেই পাক সেনা ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এই অভিযোগ দীর্ঘ দিন ধরেই করে আসছে ভারতীয় সেনা। যাতে গত শনিবার রাজৌরি সেক্টরে মৃত্যু হয় এক ভারতীয় জওয়ানের। সোমবার তারই জবাব দিল ভারতীয় সেনা। সেনার তরফে জানানো হয়েছে, জম্মু কাশ্মীরের পুঞ্চে মেন্ধার সেক্টরের জাগলোট এলাকায় লাইন অফ কন্ট্রোল ধরে গুলি চালিয়ে তারা ৭ পাক সেনাকে হত্যা করেছে। যার মধ্যে তাদের ৪ সেনার মৃত্যুর কথা ট্যুইট করে স্বীকারও করেছে পাকিস্তান সরকার।
প্রসঙ্গত এদিনই ভারতে পালিত হচ্ছে ৭০ তম সেনা দিবস। সেই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় সেনা প্রধান বিপিন রাওয়াত পরিস্কার ভাষায় জানিয়ে দিয়েছেন তাদের বাধ্য করা হলে ভারতীয় সেনা পাল্টা পদক্ষেপ করবে।