জঙ্গিদের ভারতে ঢোকানোর লাগাতার চেষ্টা চালাচ্ছে পাক সেনা। বিনা প্ররোচনায় সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে তারা। এমন চললে ভারতও উচিত শিক্ষা দেবে। বাধ্য করা হলে অন্য ব্যবস্থা নেওয়া হবে। তবে যে কোনও মূল্যে রোখা হবে ভারত বিরোধী কার্যকলাপ। সোমবার ৭০ তম সেনা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা পাকিস্তানকে স্পষ্ট করে জানিয়ে দিলেন ভারতের সেনা প্রধান বিপিন রাওয়াত।
দিনের পর দিন সীমান্তে ভারতীয় সেনা ছাউনি লক্ষ্য করে গুলি বা মর্টার বর্ষণের অভিযোগ উঠছে পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়া জঙ্গিদের ভারতে অনুপ্রবেশের জন্য সবরকম ব্যবস্থা করে দিচ্ছে পাক সেনা। এটা যে চলতে দেওয়া হবে না তা এদিন পরিস্কার করে দিয়েছেন সেনাপ্রধান। প্রসঙ্গত এদিনই সীমান্তে ৭ পাক সেনাকে খতম করেছে ভারতীয় সেনা।