এক ইঞ্জিনের লাইট কমব্যাট এয়ারক্রাফট। ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেডে। ফাইটার জেট। কাজ বহুমাত্রিক। ২০১৬ সালে প্রথম ভারতীয় সেনাবাহিনীতে জায়গা পায়। সেই তেজস যুদ্ধবিমান ওড়ালেন মার্কিন বায়ুসেনা প্রধান জেনারেল ডেভিড গোল্ডফিন।
যোধপুরের ভারতীয় সেনাঘাঁটি থেকে এদিন সকালে তেজস নিয়ে ওড়েন ডেভিড। বেশ কিছুক্ষণ আকাশে থাকেন। এই প্রথম ভারতীয় কোনও ফাইটার জেট নিয়ে আকাশে উড়লেন কোনও অন্য দেশের বায়ুসেনা প্রধান। বায়ুসেনা স্তরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও মজবুত করার লক্ষ্যে আপাতত ভারতে রয়েছেন মার্কিন বায়ুসেনা প্রধান। দফায় দফায় ভারতের বায়ুসেনা প্রধান সহ অন্যদের সঙ্গে বৈঠকও করেন তিনি। — ছবি – সৌজন্যে – ট্যুইটার