গত শনিবার ভোরে জম্মুর সুঞ্জওয়ানের সেনা ছাউনিতে সেনার পোশাকেই ঢুকে পড়ে ৪ জৈশ জঙ্গি। গ্রেনেড ও গুলি ছুঁড়তে ছুঁড়তে ঢুকে তারা সেনা আবাসনের দিকে চলে যায়। লক্ষ্য ছিল সেনাকর্মীদের পরিবারকে পণবন্দি করা। এদিকে জঙ্গিদের ঠেকাতে পাল্টা গুলিবর্ষণ শুরু করে সেনা। জঙ্গিদের গুলিতে প্রাণ যায় ২ সেনাকর্মীর। পাল্টা তখনকারমত ১ জৈশ জঙ্গিকে খতম করতে সক্ষম হয় সেনা। কিন্তু বাকি জঙ্গিদের খোঁজে শুরু হয় তল্লাশি। দফায় দফায় চলতে থাকে গুলির লড়াই।
সঞ্জুওয়ানে হাজির হন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তাঁর তত্ত্বাবধানেই শুরু হয় জঙ্গি নিকেশ অভিযান। ডাকা হয় প্যারা কমান্ডোদের। তারপর গত শনিবার থেকে রবিবার সকাল পর্যন্ত চলে অভিযান। খতম হয় বাকি ৩ জঙ্গি। গোলাগুলির মধ্যে পড়ে আহত হন ৯ জন সাধারণ মানুষ। যার মধ্যে এক কিশোরীও রয়েছে।