
বঙ্গোপসাগরের ওপর আচমকাই উধাও হয়ে গেল ভারতীয় বায়ুসেনার একটি পণ্যবাহী বিমান। শুক্রবার সকাল সাড়ে আটটা নাগাদ চেন্নাই থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে যাত্রা শুরু করে এএন-৩২ নামে ইউক্রেন মেক বিমানটি। বিমানে ২৯ জন যাত্রী ছিলেন। বেলা সাড়ে ১১টায় পোর্ট ব্লেয়ার পৌঁছানোর কথা থাকলেও বেলা ১০টার পর আচমকাই বিমানটির সঙ্গে সব রকম সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। রাডার থেকেও হারিয়ে যায় সেটি। কিন্তু বিমান বিপদে পড়লে যে সংকেত বিমান থেকে পাঠানো হয় তেমন কোনও সংকেত বিমানটি থেকে আসেনি। এদিকে বিমানটি উধাও হওয়ার পরই নৌসেনার ৪টি যুদ্ধজাহাজকে বিমানটির খোঁজে পাঠানো হয়। পাঠানো হয় ২টি অত্যাধুনিক যুদ্ধবিমানও। খোঁজ চললেও এখনও বিমানটির কোনও খোঁজ মেলেনি। তবে শেষ যেখানে বিমানটির সঙ্গে সংযোগ পাওয়া গিয়েছিল সেখানে তন্নতন্ন করে খোঁজ শুরু করেছে ভারতীয় সেনা।