যুদ্ধবিমান মিগ-২১ বাইসন নিয়ে আকাশের বুকে ডানা মেলে ইতিহাস রচনা করলেন অবনী চতুর্বেদী। তিনিই হলেন ভারতের প্রথম মহিলা বায়ুসেনা পাইলট যিনি একা একটি যুদ্ধবিমান নিয়ে উড়লেন আকাশে। অনুশীলন করলেন। সময় মত নেমেও এলেন মাটিতে। চালালেন বিশ্বের সবচেয়ে দ্রুতগামী টেক অফ ও ল্যান্ডিং যুদ্ধবিমান মিগ-২১ বাইসন। যার গতি ৩৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা। গত সোমবার গুজরাটের জামনগরে মিগ-২১ বাইসন নিয়ে আকাশে ওড়ার পর মাটিতে নামার সঙ্গে সঙ্গে তিনি ভারতের ইতিহাসের পাতায় নিজের নাম তুলে ফেলেন। অধিকারী হন বিরল কৃতিত্বের।
মধ্যপ্রদেশের রেওয়া জেলার মেয়ে অবনী সহ আরও দুই ভারতীয় তরুণী মোহনা সিং ও ভাবনা কান্ত ভারতীয় এয়ারফোর্সের ফাইটার স্কোয়াড্রনে জায়গা পান ২০১৫ সালে। তারপর তাঁদের পেশাগতভাবে যুদ্ধবিমান ওড়ানোর তালিম দেওয়া হয়। সেই কঠোর পরিশ্রমের সুফল সোমবার পেলেন অবনী। বাকি ২ জনও অপেক্ষায়। তাঁরাও ক’দিনের মধ্যেই আকাশে ডানা মেলবেন ভারতীয় যুদ্ধবিমানের ফাইটার হিসাবে। অবনী চতুর্বেদীর পর এবার মোহনা সিং ও ভাবনা কান্তের সেই ঐতিহাসিক সাফল্য দেখার জন্য মুখিয়ে গোটা দেশ।