২০১৫-র পর ফের ওড়িশার ময়ূরভঞ্জে ভেঙে পড়ল বায়ুসেনার একটি বিমান। প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে নিয়ম মাফিক খড়গপুরের কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটি থেকে যাত্রা শুরু করে হক অ্যাডভান্সড জেটটি। উড়ানের কিছু সময় পরেই ঝাড়খণ্ড-ওড়িশা সীমান্তের কাছে ভেঙে পড়ে বিমানটি। মাটিতে আছড়ে পড়তেই তাতে আগুন ধরে যায়। সময়মত বিমান থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে যান বিমানের ট্রেনি পাইলট।
মাসখানেক আগে অসমের মাজুলীতে ভেঙে পড়ে বায়ুসেনার একটি বিমান। বিমানের ২ পাইলট আপৎকালীন ল্যান্ডিংয়ের চেষ্টা করেও শেষপর্যন্ত ব্যর্থ হন। তবে এ যাত্রায় প্রাণে বেঁচে গেছেন হক জেটের চালক। তিনি অল্প চোট পেয়েছেন বলে জানা গেছে। আহত বিমান চালক স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যান্ত্রিক গোলযোগের কারণেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা।