সবে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সংঘর্ষ বিরতি চুক্তি নিয়ে বৈঠক হয়েছে। ২ দেশই সীমান্তে সংঘর্ষ বিরতি বজার রাখতে অঙ্গীকারবদ্ধ হয়েছিল। গত ২৯ মে ২ দেশের ডিজিএমও পর্যায়ের বৈঠকে স্থির হয় তারা ২০০৩ সালের সংঘর্ষ বিরতি চুক্তি মেনে চলবে। কিন্তু সেসব চুক্তির তোয়াক্কা না করে রবিবার ভোরবেলায় ফের ভারতীয় সেনা শিবির ও সাধারণ জনবসতি লক্ষ্য করে মর্টার বর্ষণ শুরু করে পাক রেঞ্জাররা। যার জেরে ২ বিএসএফ জওয়ান আহত হন। পরে হাসপাতালে তাঁদের ২ জনেরই মৃত্যু হয়। পাক মর্টারের আঘাতে আহত হয়েছেন ৭ গ্রামবাসী।
রবিবার ভোরে জম্মুর পার্গওয়াল এলাকায় আন্তর্জাতিক সীমান্তের ওপার থেকে পাক রেঞ্জাররা বিনা প্ররোচনায় মর্টার বর্ষণ শুরু করে। এভাবে পাকিস্তানকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে মর্টার বৃষ্টি করতে দেখে ভারতও জবাব দেয়।