ভারতীয় বিমান বাহিনীর একটি জাগুয়ার বিমান ভেঙে পড়ে মৃত্যু হল এক বায়ুসেনা পাইলটের। মঙ্গলবার বেলা সাড়ে ১০টা নাগাদ গুজরাটের জামনগর থেকে জাগুয়ার বিমানটি নিয়ে আকাশে ওড়েন এয়ার কমোডোর সঞ্জয় চৌহান। ভারতীয় বায়ুসেনার তরফে একটি বিবৃতি প্রকাশ করে জানানো হয়েছে, নেহাতই রুটিন উড়ান ছিল এটি। আকাশে ওড়ার পর গুজরাটের কচ্ছ জেলার বেরাজা গ্রামের কাছে একটি চারণভূমিতে বিমানটি ভেঙে পড়ে। মৃত্যু হয় এওসি সঞ্জয় চৌহানের। এই দুর্ঘটনায় বেশ কয়েকটি গৃহপালিত পশুরও মৃত্যু হয়েছে। মাঠে চড়ে বেড়াচ্ছিল সেগুলি। আচমকাই তাদের ওপর ভেঙে পড়ে জাগুয়ারের খণ্ডবিখণ্ড টুকরো।
কীভাবে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হল? কেন সেটি ভেঙে পড়ল তা এখনও অজানা। তবে এই দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের পরই পরিস্কার হবে দুর্ঘটনার কারণ। প্রসঙ্গত গত মার্চেই অসমে একটি মাইক্রোলাইট বিমান ভেঙে মৃত্যু হয় ভারতীয় বায়ুসেনার ২ পাইলটের।