
২৪ ঘণ্টা কেটে গেলেও খোঁজ মিলল না ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমান এএন-৩২-এর। শুক্রবারের পর শনিবার সকাল থেকে আরও যুদ্ধজাহাজ দিয়ে তল্লাশি শুরু হয়েছে। নৌসেনা ও উপকূলরক্ষী বাহিনী তন্নতন্ন করে খুঁজে দেখছে গোটা এলাকা। যেখান থেকে বিমানটির সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেই এলাকা খুঁজে দেখছে ১৮টি যুদ্ধজাহাজ। সঙ্গে রয়েছে বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান। এদিকে এর মধ্যেই সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর, গত কয়েকমাসের মধ্যে ৩ বার ওই বিমানটিতে নাকি যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল! বিমান নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর শনিবার চেন্নাইয়ের আম্বারামে যান।