গত জুনেই গুজরাটের কচ্ছে ভেঙে পড়ে ভারতীয় বিমান বাহিনীর ফাইটার বম্বার ‘জাগুয়ার’। মৃত্যু হয় ২ সেনাকর্মীর। জুলাইতে ফের ভাঙল ভারতীয় বিমান বাহিনীর ফাইটার জেট ‘মিগ-২১’। বুধবার পাঠানকোট বিমানঘাঁটি থেকে রুটিন উড়ানেই আকাশে ওড়ে বিমানটি। কিছুক্ষণ পর বুধবার দুপুরের দিকে তা ভেঙে পড়ে হিমাচল প্রদেশের কাঙরা জেলার মেহেরা পল্লী গ্রামের জমিতে। ফাঁকা জায়গায় ভেঙে পড়ায় সাধারণ মানুষের কোনও ক্ষতি হয়নি। তবে মাঠে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে বিমানটির অংশ। বিমানের একটি অংশ মাঠেই দাউদাউ করে জ্বলতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাইলটের। ঘটনার পর পরই গ্রামবাসীরা ভিড় জমান। কৌতূহলী মানুষের ভিড় জমে যায় চারপাশে।
কেন বিমান বাহিনীর এই বিমানটি এভাবে ভেঙে পড়ল তার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত ভারতীয় বিমান বাহিনীর অত্যন্ত পুরনো জেট বিমান এই মিগ-২১। গত শতাব্দীর ষাটের দশকে এটি প্রথম ভারতীয় বিমান বাহিনীতে জায়গা পায়।