রবিবার বেলা সওয়া ১২টা নাগাদ ভারতীয় আকাশসীমায় দেখা মিলল পাক হেলিকপ্টারের। সাদা রঙের হেলিকপ্টারটিকে জম্মু কাশ্মীরের পুঞ্চের কাছে একটি পাহাড়ের ওপর দিয়ে উড়তে দেখা যায়। নিয়ম হল, ভারত-পাকিস্তান ২ দেশই লাইন অফ কন্ট্রোলের ১ কিলোমিটারের মধ্যে হেলিকপ্টার নিয়ে আসতে পারবে না। কিন্তু সেই শর্ত লঙ্ঘন করে এদিন পাকিস্তানি হেলিকপ্টারকে উড়তে দেখেই ভারতীয় সেনা গুলি চালায়। উদ্দেশ্য ছিল গুলি করে হেলিকপ্টারটিকে নামানো। কিন্তু গুলি চলতে শুরু করতেই সেটি মুখ ঘুরিয়ে পাক অধিকৃত কাশ্মীরের দিকে চলে যায়।
বিষয়টিকে ভাল চোখে নিচ্ছে না ভারতীয় সেনা। কী উদ্দেশ্যে হেলিকপ্টারটি ভারতীয় আকাশসীমায় প্রবেশ করেছিল তা এখনও পরিস্কার নয়। এমনও হতে পারে যে নেহাত ভুল করেই এই প্রবেশ। নাকি এর পিছনে অন্য উদ্দেশ্য ছিল? তা এখনও জানা যায়নি।