বেশ কিছুক্ষণ গুলির লড়াইয়ে মৃত্যু হল ২ জঙ্গির। তবে এক জায়গায় নয়। জম্মু কাশ্মীরের ২টি ভিন্ন জায়গায় শনিবার সকালে ২ জঙ্গিকে খতম করতে সমর্থ হয় সুরক্ষা বাহিনী। ২টি ঘটনাই ঘটেছে পুলওয়ামা জেলায়। প্রথম ঘটনাটি ঘটে শনিবার খুব ভোরে। বাবগুন্ড গ্রামে সাবির আহমেদ দার নামে এক জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পেয়ে সেখানে হাজির হয় সুরক্ষা বাহিনী। শুরু হয় ওই জঙ্গির সঙ্গে গুলির লড়াই। সেসময়ে গুলিতে মৃত্যু হয় সাবিরের।
এর কিছু পরে মুরান গ্রামে সৌকত আহমেদ নামে এক জঙ্গির সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। গুলিতে জখম হয় সৌকত। কিন্তু সেই অবস্থাতেই সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। পরে তাকে শ্রীনগরের এসএমএইচএস হাসপাতালে ভর্তি করে যায় অজ্ঞাত পরিচয় কয়েকজন ব্যক্তি। হাসপাতালেই মৃত্যু হয় সৌকতের।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)