জম্মু কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ অব্যাহত। উপত্যকার নিম্নমুখী তাপমাত্রা ও বিস্তীর্ণ এলাকায় তুষারপাতও নাশকতা সৃষ্টির প্রচেষ্টা থেকে থামাতে পারেনি জঙ্গিদের। গত শনিবার আরও ২ জঙ্গির মৃত্যু হল সুরক্ষাবাহিনীর সঙ্গে সংঘর্ষে। এদিন সংঘর্ষের ঘটনাটি ঘটে রাজ্যের সোপিয়ান জেলায়।
সুরক্ষাবাহিনী সূত্র মারফত খবর পায় যে সোপিয়ানের একটি গ্রামে জঙ্গিরা লুকিয়ে রয়েছে। খবর পেয়ে ওই গ্রামে হাজির হন সুরক্ষাবাহিনীর জওয়ানরা। তাঁরা এলাকাটিকে কর্ডন করতে শুরু করেন। সঙ্গে চলছিল তল্লাশি অভিযান। লুকিয়ে থাকা জঙ্গিদের চারপাশে বাহিনীর কর্ডন জোরদার হতেই জঙ্গিরা সুরক্ষাবাহিনীর উপস্থিতি টের পায়। এরপর জঙ্গিরা তাদের ঘিরে ফেলা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। বাধ্য হয়ে জবাব দেয় সুরক্ষাবাহিনীও। শুরু হয় গুলির লড়াই। সেই গুলির লড়াইয়েই খতম হয় ২ জঙ্গি। শেষ পাওয়া খবর অনুযায়ী গুলির লড়াই চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)