জম্মু কাশ্মীরের বিভিন্ন গ্রামে জঙ্গিদের লুকিয়ে থাকার ঘটনা নতুন নয়। তেমনই একটি খবর পৌঁছেছিল সেনা ও পুলিশের কাছে। ৪ জঙ্গি লুকিয়ে আছে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার নাদিগাম গ্রামে। দ্রুত গোটা গ্রাম ঘিরে ফেলে রাষ্ট্রীয় রাইফেলস, ২৩ প্যারাকমান্ডো ও পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। শুরু হয় গুলির লড়াই। জঙ্গি সুরক্ষাবাহিনী গুলির লড়াইয়ের মাঝে পড়ে ৪ জন গ্রামবাসী গুলিবিদ্ধ হন। যাদের মধ্যে ৩ জনই বালিকা।
মঙ্গলবার এই গুলির লড়াইয়ে ভারতীয় সেনার ১ প্যারাকমান্ডো শহিদ হয়েছেন। অন্যদিকে ৪ জঙ্গিকেই গুলি করে খতম করতে সমর্থ হয়েছে যৌথবাহিনী। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনই জানানো হয়। এই ঘটনার পরপরই গোটা এলাকা জুড়ে ইন্টারনেট পরিষেবা বিচ্ছিন্ন করে দেওয়া হয়। শুরু হয় খানাতল্লাশি। মৃত জঙ্গিরা কোন সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য তা এখনও পরিস্কার করে জানা যায়নি।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)