কাশ্মীরে এখন প্রায় প্রতিদিনই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। যাতে সাফল্যও মিলছে। একের পর এক জায়গায় লুকিয়ে থাকা জঙ্গিদের খতম করছে সেনা ও পুলিশের যৌথবাহিনী। বুধবার কাশ্মীরের বাদগাম জেলার ছত্তরগাম নামে একটি জায়গায় একটি গ্রামে কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে খবর পায় পুলিশ। তারপরই রাত ৩টে নাগাদ ঘিরে ফেলা হয় গ্রাম। পুলিশ জানাচ্ছে গ্রামবাসীরা প্রথমে জঙ্গিদের পালানোর পথ করে দেওয়ার চেষ্টা করলেও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এরপর শুরু হয় জঙ্গি-সুরক্ষাবাহিনী গুলির লড়াই। যা বুধবার বেলা ১১টা পর্যন্ত চলে।
এই গুলির লড়াইয়ে ২ জঙ্গির প্রাণ যায়। যারমধ্যে সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার কমান্ডার নভীদ জাট রয়েছে। পুলিশের দাবি এই নভীদ জাট হল রাইজিং কাশ্মীর কাগজের সম্পাদক সুজাত বুখারির অন্যতম হত্যাকারী। গত ১৪ জুন শ্রীনগরের প্রেস এনক্লেভে নিজের গাড়িতে উঠতে যাচ্ছিলেন বছর ৫০-এর সুজাত বুখারি। তখনই তাঁকে গুলি করে হত্যা করে মোটরসাইকেলে আসা আততায়ীরা। হত্যাকারীরা সংখ্যায় ৩ জন ছিল বলে দাবি করে পুলিশ। এদিন জম্মু কাশ্মীর পুলিশের তরফে দাবি করা হয় এদের মধ্যে ১ জন ছিল নভীদ জাট। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা